চসিকের ২২৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলির আদেশ  

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব শাখার ২২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে বদলির আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মফিদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

বদলী আদেশে উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের রাজস্ব প্রশাসনের কাজে গতি আনয়নের স্বার্থে দায়িত্ব পুনর্বন্টন করা হলো।

বদলি হওয়াদের মধ্যে রয়েছেন- ৮টি রাজস্ব সার্কেলের মধ্যে দুই কর কর্মকর্তা, ২৭ জন উপ কর কর্মকর্তা(কর), ৮ জন উপ কর কর্মকর্তা (লাইসেন্স), ১৩০ জন কর আদায়কারী ও ৫৮ জন অনুমতি পরিদর্শক। তাদেরকে একই বিভাগের বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।

বদলিকৃতদের আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে আদেশে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা জানান, বদলি কর্মকর্তা-কর্মচারীদের সবাই দীর্ঘদিন ধরে এক জায়গায় কর্মরত ছিলেন। এ কারণে করদাতাদের সঙ্গে তাদের ব্যক্তিগত সখ্য গড়ে উঠেছিল। পাশাপাশি নানারকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে। ফলে বিভিন্ন সার্কেলে কর আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হয় না।

তিনি বলেন, চসিকের রাজস্ব আদায়ে গতি আনতে এবং রাজস্ব ফাঁকি ও অনিয়ম বন্ধে বড় রদবদল করা হয়েছে।

বদলিকৃতদের তালিকা দেখতে ক্লিক 

 

টাইমস/এইচইউ

Share this news on: