গাজীপুরে রেললাইনে ক্ষত-বিক্ষত মরদেহ

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার বরাব এলাকায় ‌ট্রে‌নে কাটা প‌ড়ে সু‌রেষ চন্দ্র বর্মণ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে।‌

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী রেল লাইন থেকে সুরেষ চন্দ্র বর্মণের লাশ উদ্ধার করে রেল পু‌লিশ।

সুরেষ চাঁপাইনবাবগ‌ঞ্জের নাকলা থানার বিয়ারা কন্দপুর এলাকার খোকা চন্দ্র বর্মনের ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের আমবাগ এলাকায় প‌রিবার নি‌য়ে বাসা ভাড়া থাক‌তেন সু‌রেষ। তি‌নি গা‌র্মে‌ন্টসে চাকরি কর‌তেন। পারিবারিক সমস্যা নিয়ে তিনি বেশ কিছুদিন হতাশাগ্রস্থ ছিলেন। দেড় মাস আগে হঠাৎ চাকরি ছে‌ড়ে দেন। মঙ্গলবার সকা‌লে বাসা থে‌কে বের হন তি‌নি। প‌রে বুধবার সকা‌লে রেললাইনের ওপর দেহ থে‌কে মাথা বি‌চ্ছিন্ন ক্ষত‌বিক্ষত সু‌রেষের লাশ প‌ড়ে থাকতে দে‌খে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পু‌লিশ গি‌য়ে মরদেহ উদ্ধার ক‌রে।

জয়‌দেবপুর রেলও‌য়ে পু‌লিশ ক্যা‌ম্পের এএসআই মো. ম‌হিউদ্দিন বলেন, রা‌তের যেকোন সময় ‌ট্রে‌নের নি‌চে কাটা প‌ড়ে সু‌রেষের মৃত্যু হয়েছে। তার মাথা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন এবং শরীর ক্ষত‌বিক্ষত হ‌য়ে গে‌ছে।

মরদেহ ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের ম‌র্গে পাঠা‌নো হ‌য়েছে ময়নাতদন্তের জন্য।

 

টাইমস/এসআই

Share this news on: