উন্মোচিত হলো ‘রূপালী গিটার’

জনপ্রিয় ব্যান্ড তারকা শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মরণে স্থাপিত রূপালী গিটার উদ্বোধন করা হয়েছে। এটি চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে স্থাপন করা হয়েছে।

শিল্পীর হাজারো ভক্তের উপস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বুধবার রাতে এর উদ্বোধন করেন।

এসময় মেয়র বলেন, ‘চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষার্থে স্থাপন করা হলো এই রূপালী গিটার। সবাইকে দেশ এবং সমাজের জন্য কাজ করে যেতে হবে। তাহলে বাচ্চুর মতো মৃত্যুর পরও মানুষ সেখান থেকে প্রেরণা পাবে।’

এ সময় আইয়ুব বাচ্চুর সহোদর ইরফান ছট্টুসহ চসিকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই রূপালী গিটার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা, যার পুরো অর্থ জোগান হয়েছে কেডিএসের আউট সোর্সিংয়ের মাধ্যমে।

 

টাইমস/টিএইচ

Share this news on: