হুইপের বিরুদ্ধে পোস্ট: বরখাস্তের পর মামলা খেলেন পুলিশ পরিদর্শক

‘জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেন’- এমন অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দেয়া পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাহমুদ সাইফুল আমিনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের পর বুধবার ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন হুইপ শামসুল হক। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন তিনি।

এ ঘটনায় ৩০ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের কাউন্টার টেরোরিজমকে নির্দেশ দিয়েছে আদালত।

শামসুল হক চৌধুরীর আইনজীবী হায়দার তানভীর বলেন, ২০ সেপ্টেম্বর ফেসবুকে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেছেন এমন পোস্ট দেন ইন্সপেক্টর মাহমুদ সাইফুল আমিন। এতে হুইপের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই বুধবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি।

২০ সেপ্টেম্বর পুলিশ কর্মকর্তা সাইফুল আমিন তার ফেসবুক পোস্টে লিখেন, চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেন।

চট্টগ্রামের হালিশহর থানা, চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানাসহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন সাইফুল আমিন।

 

টাইমস/এসআই

 

Share this news on: