নারায়ণগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৩ কোটি টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে তিন কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৬১৬ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে রূপসী ডাইং ও কারখানাকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা, মেসার্স ফজর আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানাকে ৭০ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা, মেসার্স জি এম ডাইং স্কিন প্রিন্ট কারখানাকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ টাকা, বরকত ডায়িং কারখানাকে ২ লাখ ৬১ হাজার ৪৪০ টাকা ও বোম্বে ডাইং অ্যান্ড ফেব্রিক্সকে ক্ষতিপূরণ হিসেবে ১৯ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিটের পরিচালক রুবিনা ফেরদৌসী ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ারসহ অন্য কর্মকর্তা, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

টাইমস/এইচইউ

Share this news on: