মেঝেতে স্ত্রীর, পাশের ঘরে স্বামী লাশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম ম্যানা (৫৫)। তিনি এলাকার একজন নামকরা সুদ ব্যবসায়ী। বিভিন্ন মানুষের সঙ্গে তার লাখ লাখ টাকার লেনদেন ছিল।

দ্বিতীয় স্ত্রী রুমী(৩৩) ও এক বছরের একটি ছেলেকে নিয়ে বানিয়াপাড়া এলাকার একটি বাড়িতে থাকতেন তিনি।

প্রথম স্ত্রী অন্য একটি বাড়িতে দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে থাকেন । বৃহস্পতিবার দ্বিতীয় স্ত্রী রুমি বেগমের কাছে ছিলেন নজরুল।

সকাল থেকে নিহত দম্পতির এক বছরের ছেলে অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে কান্না করছিল। পরে প্রতিবেশীরা গিয়ে তাদের ঘরে গিয়ে মেঝেতে রুমির লাশ এবং পাশের আরেকটি ঘরে চেয়ারে বসা অবস্থায় নজরুলের লাশ দেখতে পায়।

শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম উপজেলার মাস্টারপাড়া এলাকার ছকিয়ত উল্ল্যাহর ছেলে।

নাগেশ্বরী থানার ওসি মো. রওশন কবির জানান, নিহতদের গলার বাম পাশে আঘাতের চিহ্ন এবং মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে কে বা কারা এতে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসআই

 

 

Share this news on:

সর্বশেষ