ব্রিজ থেকে ফেলে স্ত্রী ও ছেলেকে হত্যা: খুলনায় একজনের মৃত্যুদণ্ড

খুলনায় ১৪ মাস বয়সী শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী অন্তর হোসেন রমজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ জুন পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী তৈয়বা বেগম ও ১৪ মাসের শিশু আব্দুর রহিমকে বরিশালে বেড়াতে নেওয়ার কথা বলে রাত ৯টার দিকে রূপসা ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে হত্যা করে স্বামী অন্তর হোসেন রমজান। স্ত্রী ও সন্তানকে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা তা দেখতে পেয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহত গৃহবধূ তৈয়বার মা রাশিদা বেগম বাদী হয়ে পরদিন রূপসা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২০ এপ্রিল রূপসা থানার এসআই হামিদুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর বিভিন্ন কার্যদিবসে মামলার চার্জশিটভুক্ত ১৮ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার অন্তর হোসেন রমজানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এনামুল হক।

 

টাইমস/এইচইউ

Share this news on: