সৌদি থেকে দেশে ফিরেছেন ১৩০ কর্মী

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৩০ কর্মী। তাদের মধ্যে অনেকের বৈধ আকামা থাকা সত্ত্বেও ফেরত পাঠানো হয়েছে।  

সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে ১১টা ২০ মিনিটে দেশে ফেরেন তারা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম সৌদি থেকে দেশে ফেরা এই কর্মীদের খাবারসহ জরুরি সহায়তা দিয়েছে।

সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকেরা। অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামা থাকা কর্মীরাও- সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীরা এসব তথ্য জানিয়েছেন।

তাদের অনেকের অভিযোগ, কর্মস্থল থেকে নিজ কক্ষে ফেরার পথে তাদের পুলিশ গ্রেপ্তার করে। সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপোরটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

সৌদি আরব থেকে এভাবে অন্তত ১১ থেকে ১২ হাজার কর্মী দেশে ফিরেছেন এ বছর।

 

টাইমস/এসআই

Share this news on: