১০ বছর পর মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি

আওয়ামী লীগ সমর্থিত সংগঠন মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন সুরাইয়া আক্তার, সাধারণ সম্পাদক হয়েছেন কাজী রহিমা আক্তার সাথী।

শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সম্মেলন উদ্বোধনের পর দ্বিতীয় অধিবেশনে সারাদেশের কাউন্সিলর ও প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি হয়।

তিনি বলেন, দুই বছর মেয়াদী কমিটিতে মহিলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি সুরাইয়া আক্তার সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়া কার্যকরি সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রহিমা আক্তার সাধারণ সম্পাদক হয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটির নেতারা ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

মহিলা শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। এর ১০ বছর পর সম্মেলন হলো।

 

টাইমস/এসআই

Share this news on: