জাতীয় পার্টির ‘চিফ প্যাট্রন’ হচ্ছেন রওশন

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে এতদিন বিরোধ ছিল প্রকাশ্য। হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশনপন্থী ও এরশাদের ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরপন্থীদের মধ্যে এই বিরোধ তৈরি হয়েছিল। সৃষ্টি হয়েছিল দুরত্বের। যে দুরত্ব কিছুটা মেটানো হয়েছিল রওশন এরশাদকে সংসদে বিরোধী দলীয় নেতা হওয়ার সুযোগ দিয়ে। অন্যদিকে জি এম কাদের হয়েছিলেন দলের চেয়ারম্যান। এরপর থেকে দুরত্ব ছিল ভেতরে ভেতরে। এবার সেই দুরত্ব ঘুচানোর জন্য জাতীয় পার্টিতে সৃষ্টি করা হল নতুন পদ ‘চিফ প্যাট্রন’। আর এই ‘চিফ প্যাট্রন’ পদে প্রথমবারই আসীন হচ্ছেন রওশন এরশাদ।

এমনই তথ্য দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দলের প্রেসিডিয়াম বৈঠকের পর তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, রওশন এরশাদের জন্য দলে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তিনিই (রওশন এরশাদ) হবেন দলের প্রধান পৃষ্ঠপোষক। পদের নাম ‘চিফ প্যাট্রন’।

তবে দলের চেয়ারম্যান পদে জি এম কাদেরই বহাল থাকছেন বলে জানান রাঙ্গাঁ। এসময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর)। রওশন এরশাদ দলের সর্বোচ্চ সম্মানজনক পদ ‘চিফ প্যাট্রন’ গ্রহণ করবেন। যেন দলের সবখানে তার (রওশন এরশাদ) সম্মান বজায় থাকে, এ জন্যই নতুন পদের সৃষ্টি।

দলের চেয়ারম্যান ও চিফ প্যাট্রনের পদের মধ্যে মর্যাদা ও ক্ষমতার ভারসাম্য কিভাবে করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাঙ্গাঁ বলেন, দলের সর্বক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে, এটা মাননীয় চেয়ারম্যান বলেছেন।

জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চলতি বছরের ৫ মে তার ছোট ভাই জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। পরে ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর চার দিনের মাথায় বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করেন।
তার পাল্টায় রওশনপন্থিরা অপর এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করে জি এম কাদেরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনেন।

পরে দুই পক্ষের সমঝোতা হয়। সেই সমঝোতার পর রওশন এরশাদ ও জি এম কাদেরপন্থীদের মাঝে দুরত্ব তৈরি হয়। সেই দূরত্ব ঘুচাতেই সর্বোচ্চ সম্মান দিয়ে রওশন এরশাদকে নতুন পদে বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে দলের এক জ্যেষ্ঠ নেতা।

প্রসঙ্গত, শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে জাতীয় পার্টির নবম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। দুপুরে মিলনায়তনের ভেতরে হবে ভোটাভুটি। এতে দলের কাউন্সিলর ও ডেলিগেটদের মৌখিক ভোটে চেয়ারম্যান, কো চেয়ারম্যান, মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নেতা নির্বাচন করা হবে।

 

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024
img
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম Apr 19, 2024
img
‘যারা নুন-ভাতের চিন্তা করতে পারত না তারা মাছ-মাংসের চিন্তা করে’ Apr 19, 2024
img
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম Apr 19, 2024
img
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস Apr 19, 2024
img
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য Apr 19, 2024