সিলেট-১ আসনে মনোনয়ন ফরম নিলেন দুই ভাই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই। একইসঙ্গে অর্থমন্ত্রীর পক্ষে তার ছেলে সাহেদ মুহিত একই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

অর্থমন্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে, মোমেনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার নির্ধারিত ৩০ হাজার টাকা অর্থমন্ত্রী ‘নির্বাচনী শুভেচ্ছা’ বাবদ তাকে উপহার দেন। উপহার পাওয়া টাকা দিয়েই আবদুল মোমেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হন আবুল মাল আবদুল মুহিত। এবারের নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে বিভিন্ন সময়ে বলেছিলেন। তবে কয়েকদিন আগে অর্থমন্ত্রী তার সিদ্ধান্ত বদলান। আবারও নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন।

জানা গেছে, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। দলটির ধানমণ্ডির কার্যালয় থেকে ফরম নিচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা।

Share this news on: