জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- রোববার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের শেরেবাংলা নগরের জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ, দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দৈনিক সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ও পোষ্টার প্রকাশ।

এছাড়া দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে রোববার দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হবে।

সকাল ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

এছাড়া সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ের ইউনিটসমূহ নিজেদের সুবিধামতো যথাযথযোগ্য মর্যাদায় দিবসটি পালনে উদ্যোগ গ্রহণ করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: