শপথ নিলেন ময়মনসিংহ বিভাগের পাঁচ মন্ত্রী

একাদশ জাতীয় সংসদের ৪৭ সদস্যের মন্ত্রিসভায় ময়মনসিংহ বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন ৫ জন । সোমবার বেলা সাড়ে তিনটায় বঙ্গভবনে অন্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন তারা। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শপথ গ্রহন অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান। তারপর বাকী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

নতুন মন্ত্রিসভায় ৪৭ জন স্থান পেয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী বাদে ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী রয়েছেন।

ময়মনসিংহ বিভাগ থেকে শপথ নেয়া পাঁচ মন্ত্রী হলেন-

১। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার মোস্তাফা জব্বার (টেকনোক্র্যাট)

২। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নেত্রকোনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু।

৩। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জামালপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মুরাদ হাসান।

৪। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শরীফ আহমেদ।

৫। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কে এম খালিদ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: