আওয়ামী লীগের মনোনয়ন চান ৪০২৩ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন ৪ হাজার ২৩ জন। মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার। মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেয়া হবে বুধবার।

শুক্রবার থেকে শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কাজ। টানা চারদিন চলার পর সোমবার শেষ হয় মনোনয়ন ফরম তুলার সময়। এবছর প্রতিটি ফরম ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। যেখান থেকে দলটির মোট আয় হয়েছে প্রায় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন কেনার হিড়িক পড়ে। আলোচিত ব্যক্তি, তারকা, বড় ব্যবসায়ীরা রীতিমতো মহড়া দিয়ে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার বুধবার বেলা ১১টায় ধানমন্ডি কার্যালয়ে নেওয়া হবে। দলের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, সোমবার সন্ধ্যা ছয়টায় ফরম বিক্রি শেষ হয়। ৪ দিনে ৪ হাজার ২৩টি ফরম বিক্রি হয়েছে। মঙ্গলবার বিক্রিত ফরম জমা দেওয়া যাবে।

Share this news on: