নির্বাচনে অংশগ্রহণের ঘোষনা বাম জোটের

আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষনা দেয় এই জোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

লিখিত বক্তব্যে বলা হয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য বাম জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের উত্থাপিত দাবির বিষয়ে কোনো সমাধান না করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তাই এটি ‘একতরফা নির্বাচনের জন্য সরকারের ফাঁদ’ বলে জনমনে ধারণার সৃষ্টি হয়েছে। তাই সেই ফাঁদে পা না দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক জোট।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনে অংশ নেওয়া মানে নির্বাচন সুষ্ঠু হবে বলে মেনে নেওয়া নয়। অংশ নিচ্ছি সংগ্রামের পদ্ধতিগত অংশ হিসেবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এই জোট। পরিস্থিতি দাবি করলে তাঁরা নির্বাচন বর্জনও করতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাম জোটের নেতা সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ. আবদুস সাত্তার, হামিদুল হক প্রমুখ।

Share this news on: