ঢাকা উত্তর সিটি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ব্যবসায়ী আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

অন্যদিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শুন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে দলের মনোনয়ন পেয়েছেন তার বোন সৈয়দ জাকিয়া নূর লিপি।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়েছিল।

এরপর ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা ছিল।

ওই নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম মনোনয়ন পেয়েছিলেন।

পরে উত্তর সিটির নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ও তফসিলের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে রিট করা হলে নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

আদালতের ওই স্থগিতাদেশ উঠে যাওয়ায় নুতন করে এ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ফেব্রুয়ারি এ সিটির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এক্স

Share this news on: