মানববন্ধন দিয়ে কর্মসূচী শুরু বিএনপির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস পর মানববন্ধনের মাধ্যমে কর্মসূচিতে নেমেছে বিএনপি।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছে দলটির নেতাকর্মীরা।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি। নির্বাচনে ‘ব্যাপক কারচুপি’র অভিযোগ এনে নতুন করে সংসদ নির্বাচনের দাবিতে প্রথম কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছে দলটি।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শুরু হয়ে যায় মানববন্ধন।

সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তৃণমূলের শীর্ষ নেতারা মাইকে বক্তব্য দিতে শুরু করেন। খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

নির্বাচন-পরবর্তী বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কদম ফোয়ারার মোড়, সচিবালয়মুখী সড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।

এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে।

অন্যদিকে মাত্র ছয়টি আসন পাওয়া বিএনপি কারচুপির অভিযোগ এনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।

একাদশ সংসদের এমপিদের নিয়ে বুধবার বিকাল ৩টায় বসছে সংসদের প্রথম অধিবেশন। তবে বিএনপির বিজয়ী প্রার্থীরা এখনও শপথ নেননি।

 

টাইমস/এইচইউ

Share this news on: