ভোটডাকাতি কেন করলেন? চট্টগ্রামের মেয়রকে কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, ‘কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে উদ্দেশ করে একথা বলেছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফেসবুক লাইভে এসে কাদের মির্জা এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের ছোট ভাই আরও বলেন, চট্টগ্রামে ভোটডাকাতির কথা বলায় নতুন মেয়র আমাকে বলেছেন, আমি ‘অর্বাচিন বালক’। তার মানে আমি নাকি অবুঝ বালক।

চসিক মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি নিজেকে ত্যাগি দাবি করেছেন। ৬৪ বছর রাজনীতি করেন। ত্যাগী লোক হয়ে কেন ভোটডাকাতি করতে গেলেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন?’

কাদের মির্জা আরও বলেন, আপনি এত বড় নেতা, প্রতিদ্বন্দ্বিতা করার আগে তো আপনার নামও শুনিনি। কথা বলার আগে চিন্তা করে বলবেন। যদি নিজেকে অভিজ্ঞ মনে করেন, ত্যাগী মনে করেন তা হলে ভাষাজ্ঞান রেখে কথা বলবেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে কাদের মির্জা বলেন, আমাকে কথা বন্ধ করতে বলেন। কিন্তু তারা আমাকে নিয়ে কীভাবে কথা বলেন, এই সাহস কোথায় পায়? তারা আমাকে নিয়ে বলতে পারবে, আমি পারব না। আমি কি দেশের নাগরিক নই?

 

টাইমস/এসএন

Share this news on: