‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট

কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কামাল হোসেনের চেম্বারে জোটের নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের কমন প্রতীক হবে ধানের শীষ।’

১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবিতে বিএনপিসহ কয়েকটি নিবন্ধিত ও অনিবন্ধিত দল নিয়ে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।

সাত দফার মধ্যে সংসদ ভেঙে দেয়া ও খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিল তাদের। কিন্তু সেসব দাবির কোনো সমঝোতা হয়নি। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তারা।

Share this news on: