বাক স্বাধীনতার নামে কাউকে আঘাত করার অধিকার নেই : জয়

বাক-স্বাধীনতার নামে কথা কিংবা লেখার মাধ্যমে কাউকে আঘাত করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, দেশের ডিজিটাল নিরাপত্তা আইন ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের বিদ্যমান আইনের সঙ্গে সঙ্গতি রেখেই প্রণয়ন করা হয়েছে। বাক স্বাধীনতা পরম বা অসীম কোনো কিছু নয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা বন্ধ করুন। ফ্রান্সে অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির প্রথম সারির এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখীন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো (যেখানে হেট স্পিচ, হলোকাস্ট ডিনায়েল নিষিদ্ধ) ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।

তিনি আরও বলেন, যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন, তাদের উচিত পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। কারণ বেশির ভাগ পশ্চিমা দেশে একই ধরনের আইন রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: