ফেরি বন্ধ, লঞ্চেই বরিশালের পথে ইশরাকের বহর

বরিশালে বিএনপির সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় ইশরাক হোসেনের গাড়িবহর ফেরিঘাটে গিয়ে আটকে পড়ে। ইশরাকের গাড়িবহরকে আটকাতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ বিএনপির। পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন ঢাকা কেন্দ্রীয় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে বিএনপির নেতাকর্মীসহ গাড়িবহর নিয়ে রওনা হন ইশরাক। গাড়িবহর মাওয়া ফেরিঘাটে পৌঁছালে কর্তৃপক্ষ তাদের অফিস বন্ধ করে চলে যায়। এসময় লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা নদী পার হন ইশরাকের বহরে থাকা নেতাকর্মীরা।

পরে কাঁঠালবাড়ি ঘাটে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার জন্য আমরা ঢাকা থেকে রওয়ানা দিয়েছি। কিন্তু মাওয়া ঘাটের কর্তৃপক্ষ নির্লজ্জভাবে আমাদের গাড়ি বহর আটকে দিয়েছে। আমাদের গাড়ি বহরে যাতে না যেতে পারে সেজন্য তারা ফেরি বন্ধ করে অফিসে তালা লাগিয়ে চলে গেছে। যত ভাবেই তারা আমাদের আটকে রাখার চেষ্টা করুক না কেন, কোনো লাভ হবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন চলবে। আমাদের সংগ্রাম চলবে।

 

টাইমস/এসএন

Share this news on: