ভোটের অধিকার হরণ করে ভোট দিবস পালন হাস্যকর

সারা বাংলাদেশে শুক্রবার পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। ভোটের অধিকার হরণ করে ভোটার দিবস পালন করাটাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, জনগণ ভোট দিতে পারে নাই। তাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে। সেখানে বাংলাদেশ সরকার ভোটার দিবস পালন করা হচ্ছে, এটা অত্যন্ত হাস্যকর।

খন্দকার মোশাররফ বলেন, ‘ভোটার যেখানে ভোট দিতে পারে না সেখানে আজকের স্লোগান হচ্ছে ভোটার হোন, ভোট দিন। এই সরকারই ভোটের অধিকার হরণ করে আবার ভোটার দিবস পালন করে।'

তিনি বলেন, ‘সিটি নির্বাচনে কোনো ভোটার উপস্থিতি ছিল না, তারপরও লাখ লাখ ভোট পড়েছে। এ থেকে বোঝা যায় উত্তর সিটি নির্বাচনে একটা ভোট নাটক হলো মাত্র।’

একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও গোপনে ভোটবাক্স ভর্তি করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন তিনিই (শাফীন আহমেদ) প্রধান বিরোধী দল। তিনি মিডিয়ার মাধ্যমে বলেছেন, তিনি প্রায় ৪০ টি কেন্দ্রে গিয়েছিলেন, ভোটার দেখেন নাই, শতকরা ৫ শতাংশ ভোটও পড়ে নাই। এটাই সত্যি।’

তিনি বলেন, 'এই সরকার, এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনকে জনগণ বিশ্বাস করে না। সেটা গতকাল ভোটকেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে।'

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে গতকাল আমরা একটা নাটক দেখলাম। ভোটাররা ভোট দিতে যায়নি, কেউ ভোট দিতে দেখেনি। আমরা গণমাধ্যমে দেখেছি যে, যারা ভোটের দায়িত্বপ্রাপ্ত ছিল তারাও অবাক হয়েছে কেন ভোটার নেই।

 

টাইমস/এসআই

Share this news on: