নুরের ওপর ফের ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ডাকসু নির্বাচনে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুনরায় নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিল।

মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে নুরুলের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

বেলা পৌনে ২টার সময় নুরুল হক হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নুরুল। এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের ওপর হামলা করেন। ধাওয়া খেয়ে নুরুল ও অন্য সহকর্মীরা টিএসসির ভেতর ঢুকে পড়েন।

ছাত্রলীগ সেখানে কয়েকজনকে মারধর করে এবং স্লোগান দেয়। সোমবার ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন নুরুল হক। ছাত্রলীগ এই বিজয় মেনে নেয়নি। তারা এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে টিএসসিতে বিক্ষোভ করছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। দুপুরে সেখানে সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যোগ দেন নবনির্বাচিত ভিসি নুরুল। এ সময় ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অতর্কিতে লাঠিসোটা নিয়ে নুরুলের ওপর হামলা চালায়।

হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ছাত্রদলের প্যানেলের সমাজসেবা সম্পাদক প্রার্থী তৌহিদুল ইসলাম ছাত্রলীগের হামলা থেকে নুরকে বাঁচাতে গিয়ে আহত হন।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ এনে বাম জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের দুই জোটসহ ভোট বর্জনকারী প্যানেলগুলো পুনরায় নির্বাচনের দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছিল। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাও বর্জন করেছেন তারা।

ছাত্রদলের নেতাকর্মীরা সকালে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেছে। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে টিএসসিতে সমাবেশ করছিল স্বতন্ত্র প্যানেলের প্রার্থী-সমর্থকদের একাংশ। 

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024
img
তীব্র তাপপ্রবাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ Apr 20, 2024
img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024