বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারও ৪৮ জন নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অতীতে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও এবারের উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে নিরুত্তাপ পরিবেশে। বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোটসহ অন্যান্য রাজনৈতিক দল ও জোট বর্জন করায় এ নির্বাচনও অনেকটা একতরফাই হচ্ছে বলা চলে।

দ্বিতীয় ধাপে ১৬ জেলার ১১৬টি উপজেলা পরিষদে সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ভোট গ্রহণের কথা ছিল।

এর মধ্যে হচ্ছে নওগাঁ সদর, পাবনা সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া এবং চট্টগ্রামের রাউজান ও মিরসরাই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) দেয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের ২৩টি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এ ছাড়া ১৩টি উপজেলার ভাইস চেয়ারম্যান ও ১২টি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এসব পদেও ভোট হচ্ছে না।

সব মিলিয়ে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এরা সবাই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।

 

টাইমস/জিএস

Share this news on: