সিলেটে আ.লীগের সাত, বিদ্রোহী পাঁচজন জয়ী

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সাতজন ও দলের বিদ্রোহী ৫ প্রার্থী জয় লাভ করেছেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার সন্দ্বীপ কুমার সিংহ।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- বিশ্বনাথ উপজেলায় এসএম নুনু মিয়া, গোলাপগঞ্জে অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, কানাইঘাটে আবদুল মুমিন চৌধুরী, বালাগঞ্জে মোস্তাকুর রহমান মফুর, সিলেট সদরে বর্তমান চেয়ারম্যান আশফাক আহমদ, দক্ষিণ সুরমায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ এবং জকিগঞ্জে লোকমান উদ্দিন চৌধুরী।

বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত পাঁচ চেয়ারম্যান হলেন- ফেঞ্চুগঞ্জে নুরুল ইসলাম, গোয়াইনঘাটে ফারুক আহমদ, বিয়ানীবাজারে আবুল কাশেম পল্লব, কোম্পানীগঞ্জে শামীম আহমদ এবং জৈন্তাপুরে কামাল আহমদ।

নির্বাচন কার্যালয় জানায়, ১২ উপজেলায় ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: