পহেলা বৈশাখে খালেদার মুক্তির দাবিতে জাসাসের প্রতিবাদ সভা

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী পহেলা বৈশাখ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

১৪২৬ বঙ্গাব্দ- বাংলা বর্ষবরণ উপলক্ষে জাসাস এ অনুষ্ঠানের আয়োজন করবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ এপ্রিল বেলা ২টা থেকে প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

বর্ষবরণে প্রতিবাদ সমাবেশে সফল করতে ইতোমধ্যে সংগঠনটির পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাসাসের সহ-সভাপতি বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার।

 

 

টাইমস/এসআই

Share this news on: