নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি: ড. কামাল

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচন কমিশনারকে তার পদ থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রোববার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণফোরামের সভাপতি বলেন, যারা আদিষ্ট হয়ে কাজ করে তারা সংবিধান লঙ্ঘন করছে। এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিরপেক্ষ হচ্ছে না। তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দেয়া হোক। আর তা না হলে আমরা আইনি পদক্ষেপ নেব।

কামাল বলেন, তফসিল ঘোষণার পরও নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে না। সংবাদ সম্মেলনে গণফোরাম নেতা সুব্রত চৌধুরীও বক্তব্য রাখেন।

Share this news on: