প্রশাসনে রদবদল চায় ২০ দলীয় জোট

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ের প্রশাসনে রদবদলের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার নির্বাচন ভবনে ২০ দলীয় জোটের প্রতিনিধিদল ও নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সাংবাদিকদের বলেন, আমরা সব জেলা প্রশাসক ও এসপিকে বর্তমান কর্মস্থল থেকে অন্য জেলায় বদলির দাবি জানিয়েছি। বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবিও জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ও নির্বাচনের সম্ভাব্য এজেন্টদের গ্রেফতার করছে জানিয়ে এলডিপি সভাপতি বলেন, আমরা তাদের বলেছি, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যাবে না। অন্যথায় আমরা ধরে নেব যে, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।

অলি আহমদ আরও বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে অনেক গায়েবি মামলা করা হয়েছে।

Share this news on: