দণ্ড স্থগিত চেয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার আপিল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিচারিক (নিম্ন) আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদণ্ডের রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন তার আইনজীবী ব্যারিস্টার রাগীফ রউফ চৌধুরী।

হাইকোর্টে করা আপিলে দণ্ড থেকে খালাস না চেয়ে স্থগিত চাওয়া হয়েছে এবং তার জামিন আবেদনও করা হয়েছে আপিলে। অসুস্থতার কারণে জামিন চাওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী।

এর আগে গত ২০ নভেম্বর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির এই নেতাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

Share this news on: