বিকেল থেকে মনোনয়নের চিঠি দেবে বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে যারা মনোনয়ন পাচ্ছেন তাদের নাম আজ বিকেল ৪টা থেকে জানা যাবে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এই চিঠি দেয়া হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় বরিশাল বিভাগের প্রার্থীদের প্রথমে মনোনয়ন পত্র দেয়া হবে। এরপর সন্ধ্যা ৬টায় রংপুর ও রাত ৮টায় রাজশাহী বিভাগের প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তর করা হবে।

এদিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও নবগঠিত ঐক্যফ্রন্টের শরিক দলগুলো এবার ধানের শীষ প্রতীক ব্যবহারের ঘোষণা দিয়েছে।

তবে বিএনপি শরিকদের জন্য কতগুলো আসন ছাড়বে সে ব্যাপারে এখনও ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার শেষ ৯ ডিসেম্বর। আর ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন।

Share this news on: