নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা জামায়াতের সংস্কারপন্থীদের

ধর্মভিত্তিক রাজনৈতিক দলের চিন্তাভাবনা থেকে বেরিয়ে সবার জন্য গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে জামায়াত ইসলামীর সংস্কারপন্থীরা।

রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১ এ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে করে ‘জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে একটি রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছেন সংস্কারপন্থী নেতারা। ‘জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ’ মঞ্চের সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক দল গঠন করব। আলোচনা, পর্যালোচনার মধ্য দিয়ে আমরা সংগঠনের নাম, কাঠামো, কর্মপদ্ধতি ঠিক করব। আজ থেকে আমাদের কাজ শুরু হলো।’

‘গণ-আকাঙ্ক্ষা, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন রাজনীতির স্বপ্ন দেখছি আমরা। আশা করি, এতে নতুন প্রজন্মের চিন্তা ও মনোভাবের প্রতিফলন ঘটবে।’

দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে। আপাতত এই উদ্যোগ সমন্বয়কের দায়িত্ব এই নাখান্দাকে দেয়া হয়েছে।’

আগামী তিন মাসের মধ্যে নতুন দল নিয়ে সক্রিয় হওয়ার আশা প্রকাশ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি পারি যথা শিগগিরই আসব।’

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। গত বছর বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।

একাত্তরে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর চাপে পড়া জামায়াত তাদের শীর্ষনেতাদের দণ্ডিত হয়ে ফাঁসিতে ঝোলার পর কোণঠাসা হয়ে পড়ে। এর মধ্যে একটি অংশ দলে সংস্কারের দাবি তোলে।

জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী নেতারা তাদের নতুন রাজনৈতিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে একটি ঘোষণাপত্রও চূড়ান্ত করেছেন তারা।

ওই ঘোষণাপত্রে বলা হয়েছে, জাতীয় মুক্তি ও জন–আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজ্জীবীত একদল আশাবাদী মানুষের উদ্যোগ এটি। এর নিজেদের মাধ্যমে ভাবনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরা হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক কয়েক মাস আগে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াত ছাড়ার ঘোষণা দিলে সংস্কারপন্থিরা আরও জোর পায়। তখনই রাজ্জাকের মতো মত প্রকাশের জন্য দল থেকে বহিষ্কৃত হন মঞ্জু। তারপর তিনি বিকল্প দল গঠনের উদ্যোগ নেন।

তবে শনিবার তিনি দাবি করেছেন, নতুন দল গঠনের এই উদ্যোগের সঙ্গে বিদেশে থাকা রাজ্জাকের কোনো সম্পৃক্ততা নেই।

মঞ্জু বলেছেন,  ‘আমরা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি না। আমরা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি, তা হবে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য গ্রহণযোগ্য।’

আওয়ামী লীগ, জামায়াতসহ কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের নতুন দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

 

টাইমস/এসআই

Share this news on: