খালেদা জিয়া সম্মানের সঙ্গে মুক্তি পাবে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় কারাগারে রাখা হয়েছে। তবে তার মুক্তি আজকে না হোক, কালকে হবেই এবং সম্মানের সঙ্গে তার মুক্তি হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মওদুদ আহমদ এ মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে মানববন্ধন হয়।

মওদুদ আহমদ বলেন, ঠাকুরগাঁওয়ের জাহিদুর রহমানের মতো আরও দুই-একজন গেলেও বর্তমান সংসদের বৈধতা আসবে না। প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা এই কয়েক দিন বলেছেন, বিএনপির যে ছয় জন নির্বাচিত হয়েছেন, তারা যেন সংসদে যান। সংসদে যাক আর না যাক, সংসদের বৈধতা অর্জন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, একজন জাহিদুর রহমান গিয়েছেন। যদি আরও দুই-একজন যান তাতে সরকারের কী সুবিধা হবে, তা জানি না। তবে দেশের জনগণ জানবে, এর মাধ্যমে কখনো বর্তমান সংসদের বৈধতা আসবে না এবং আসতে পারে না। কারণ এই সংসদ জনগণের প্রতিনিধিদের নিয়ে সংগঠিত হয়নি। এই সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।

তিনি অভিযোগ করেন, সরকারের একদলীয় শাসন ও ‘২৯ ডিসেম্বর সিভিলিয়ান ক্যু’-এর কারণে দেশে বিরাট একটি শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা সরকার ও দেশের জন্য ভয়ঙ্কর। এটি থেকে উত্তরণের জন্য অবিলম্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। কারণ নির্বাচন দিলেই এই শূন্যতা আর থাকবে না। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আওয়ামী লীগ মুক্তি পাবে। আর এটা আওয়ামী লীগ, সরকার ও দেশের মানুষের জন্য ভালো হবে।

মওদুদ আহমদ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকারের আচরণে মনে হয়, তারা জাতীয়তাবাদী দলকে ভাঙতে চায় না, নিঃশেষ করে দিতে চায়। কিন্তু নিঃশেষ করা সম্ভব হবে না। কারণ সরকারের অত্যাচার, নির্যাতন-নিপীড়নের কারণে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। আর আগামী শত বছর জাতীয়তাবাদী দল বাংলাদেশে থাকবে।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024
img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024