শপথ না নিয়ে ইতিহাসের অংশ হলেন মির্জা ফখরুল!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরও শপথ নেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তিনি ইতিহাসে ঠাঁই পাবেন বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটা জানালেন অধ্যাপক আলী রীয়াজ।

ফেসবুকে তিনি লেখেন, 'বাংলাদেশে যে ১১টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তাতে এই প্রথম একজন প্রার্থী বিজয়ী হবার পরে সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন না।

বাংলাদেশের রাজনীতি ও সংসদের যে কোনো ইতিহাস লেখা হলে এই বিষয় উল্লেখিত হবে বলেই আমার বিশ্বাস।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কারণেই বাংলাদেশের ইতিহাসে আলোচিত হবেন। এই সিদ্ধান্তের কারণ এবং সঠিকতা নিয়ে মতভিন্নতা থাকবে, এর ফল নিয়ে অনেক কথা এখনো বাকি রয়ে গেছে| কিন্তু নৈর্ব্যক্তিকভাবে বিবেচনা করলে এই বিষয়টি মোটেই এড়ানো যাবে না।’

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ছয় প্রার্থী বিজয়ী হন। অনেক নাটকীয়তার পর এদের পাঁচজনই সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

সংবিধানের ৬৭ (১) এর ‘ক’ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ নিতে না পারলে ওই সংসদ সদস্যের আসন শূন্য হবে।

এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

তবে শেষ দিনেও শপথ নেননি মির্জা ফখরুল। পরে মঙ্গলবার রাতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা করেন।

 

টাইমস/জেডটি

Share this news on: