প্রধানমন্ত্রীকে নিয়ে রিজভীর বক্তব্য উন্মাদের প্রলাপ: হানিফ

‘দুর্যোগ মোকাবিলায় বৈঠক না করেই প্রধানমন্ত্রী বিদেশ গেছেন’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যকে উন্মাদের প্রলাপ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণী নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, দায়িত্বজ্ঞানহীনতা থেকে তিনি (রিজভী) এটি বলেছেন। এটি উন্মাদের প্রলাপ। প্রধানমন্ত্রী সব নির্দেশনা দিয়েই লন্ডন গেছেন। সেখান থেকে সার্বক্ষণিক সব মনিটরিং করছেন।

প্রশাসনকে সহযোগীতা করতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনকে সহযোগিতা করার জন্য।

আওয়ামী লীগের এই নেতা জানান, ইতোমধ্যে উপকূলবর্তী জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে সরকারের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন। নৌ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

তিনি জানান, নৌপথগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে। সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ মজুদ রাখা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনে স্কুলগুলোতে আশ্রয় নিতে পারেন। উপকূলবর্তী জেলাগুলোতে আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রামের জন্য তিনটি বিভাগীয় কমিটিও করা হয়েছে। এসব বিভাগের সাংগঠনিক সম্পাদকরা এ কমিটির সমন্বয় করবেন বলে জানান হানিফ।

তথ্য আদান-প্রদানের জন্য ৯৬৭৭৮৮১ ও ৯৬৭৭৮৮২ নম্বর দেন হানিফ। যেখানে ফোন করে যে কেউ তথ্য জানাতে ও জানতে পারেন। এ ছাড়া ফ্যাক্স নম্বর ৯৬৬৬৫৫০ এ যোগাযোগ করতে বলেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024