‘সুবীর নন্দীর গান মানুষের মনকে বহু দিন আন্দোলিত করবে’

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুবীর নন্দী একজন প্রতিভাবান সংগীতশিল্পী। তার কণ্ঠে গাওয়া অসংখ্য জনপ্রিয় গান বহুদিন মানুষের মনকে আন্দোলিত করবে। গানের জগতে সুবীর নন্দীর অসামান্য অবদান অবিস্মরণীয়। সঙ্গীতানুরাগী মানুষের হৃদয়ের কেন্দ্রস্থলে ছিল সুবীর নন্দীর স্থান।

মহাসচিব বলেন, তার মৃত্যু দেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তার গাওয়া গান এতই জনপ্রিয় ছিল যে, গানের অনেক কথা ও সুর মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। সাংস্কৃতিক অঙ্গনের বিশাল ভূবনে তিনি একজন কিংবদন্তি ছিলেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

সুবীর নন্দীর শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

 

 

টাইমস/এসআই

 

Share this news on: