‘ছাত্রলীগের কোন্দল মেটাতে প্রধানমন্ত্রী ৪ জনকে দায়িত্ব দিয়েছেন’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক সমস্যা সমাধানের ব্যাপারে নেত্রী (শেখ হাসিনা) দলের চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন। কমিটির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। যোগাযোগ হচ্ছে। আন্দোলন-প্রতিবাদ যারা করছে তাদের সঙ্গেও আলাপ আলোচনা হচ্ছে। আমি আশা করি অচিরেই সমাধান হবে।

শনিবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ওই কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলন করছেন। বিক্ষুব্ধ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচিও পালন করছেন।

ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপার্সনের মুক্তি প্রসঙ্গে বলেন, খালেদা জিয়ার সাজা পাওয়ার পর এতদিন চলে গেল আজ পর্যন্ত বিএনপির আন্দোলনের বিন্দু পরিমাণ উত্তাপ রাজপথে নেই। আদালতের বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

 

টাইমস/এসআই

Share this news on: