ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ বুধবার

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আগামী বুধবার আবারও সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের আবেদনের প্রেক্ষিতে এই সংলাপ হবে বলে রোববার রাতে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট নিরসনের জন্য প্রথম সংলাপের ‘অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ’ করতে আবার আলোচনায় বসতে রোববার সকালে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন ড. কামাল হোসেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন যে, সংলাপের জন্য তার দ্বার উন্মুক্ত। তবে ৭ নভেম্বরের পর সংলাপ সম্ভব নয়। সবকিছু বিচার-বিশ্নেষণ করে ৭ নভেম্বর সকাল ১১টায় ছোট আকারে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্ট সাংবাদিকদের জানিয়েছেন, ওবায়দুল কাদের ফোন করে জানিয়েছেন বুধবার সকাল ১১টায় গণভবনে সংলাপটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ঐক্যফ্রন্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে। এবারের বৈঠকে ওই বিশেষজ্ঞদের অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১ নভেম্বর রাতে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা।

Share this news on: