সংসদ ভবনে এরশাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এ রাষ্ট্রপতির জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতারা।

এর আগে সকাল ১০টার কিছু পরে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সাবেক রাষ্ট্রপতির মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হয়। জানাজায় ইমামতি করেন সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান। জানাজা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এরশাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দ্বিতীয় জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

এর আগে রোববার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতি মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার আগে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এরশাদের জীবনী পাঠ করেন। এ ছাড়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ মরহুমদের কর্মময় জীবনের কথা তুলে ধরেন। মরহুমদের পরিবারের পক্ষে রওশন এরশাদ বক্তব্য দেন।

এরপর এরশাদকে রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নেতাকর্মীরা সাবেক এই রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাবেন। বাদ আসর তার তৃতীয় জানাজা হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। রাতে সিএইমচের হিমঘরে এরশাদের মরদেহ রাখা হবে।

মঙ্গলবার সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে। পরে বিকালে লাশ ঢাকায় নিয়ে আসা হবে। ওইদিন বিকালে বনানীতে সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন।

আরও পড়ুন...

টাইমলাইন: হুসেইন মুহম্মদ এরশাদ

প্রথম জানাজা শেষে এরশাদের লাশ হিমঘরে

‘এ জন্মে আর দেখা হলো না’

 


টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024