ময়মনসিংহ বিভাগে মহাজোটের চূড়ান্ত তালিকায় রয়েছেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের চূড়ান্ত প্রার্থিতা দাখিল করা হয়েছে। রোববার বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল  মহাজোটের প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

চূড়ান্ত তালিকায় তালিকায় আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ২৫৮ জন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাসদ তিনটি, তরিকত ফেডারেশন দুটি, বাংলাদেশ জাসদ একটি, বিকল্পধারা বাংলাদেশ তিনটি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। পাশাপাশি বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি (জেপি) দুটি এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

আরও পড়ুন... মহাজোটের চূড়ান্ত তালিকায় রয়েছেন যারা

                    বিএনপি’র ধানের শীষ নিয়ে লড়বে জোটের ২৬ প্রার্থী

 

ময়মনসিংহ বিভাগে মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকায় যাদের নাম রয়েছে, তারা হলেন-

ময়মনসিংহ জেলা:

ময়মনসিংহ-১: জুয়েল আরেং,

ময়মনসিংহ-২: শরীফ আহ‌ম্মেদ,

ময়মনসিংহ–৩: নাজিম উদ্দিন আহমেদ,

ময়মনসিংহ–৪: বেগম রওশন এরশাদ (লাঙ্গল),

ময়মনসিংহ–৫: কে এম খালিদ,

ময়মনসিংহ-৬: মো. মোসলেম উদ্দিন,

ময়মনসিংহ-৭: রুহুল আমিন মাদানী,

ময়মনসিংহ–৮: ফখরুল ইমাম (লাঙ্গল),

ময়মনসিংহ–৯: আনোয়ারুল আবেদিন খান,

ময়মনসিংহ-১০: ফাহমি গোলন্দাজ বাবেল,

ময়মনসিংহ–১১: কাজিম উদ্দিন আহমেদ,

 

জামালপুর জেলা:

জামালপুর–১: আবুল কলাম আজাদ,

জামালপুর–২: মো. ফরিদুল হক খান,

জামালপুর-৩: মির্জা আজম,

জামালপুর-৪: মো: মুরাদ হাসান,

জামালপুর-৫: মোজাফ্ফর হো‌সেন,

 

নেত্রকোনা জেলা:

নেত্রকোনা-১: মানু মজুমদার,

নেত্রকোনা–২: মো. আশরাফ আলী খান খসরু,

নেত্রকোনা-৩: অ‌সীম কুমার উকিল,

নেত্রকোনা-৪: রেবেকা মমিন,

নেত্রকোনা-৫: ওয়া‌রেসাত হো‌সেন বেলাল,

 

শেরপুর জেলা:

শেরপুর-১: আতিউর রহমান আতিক,

শেরপুর-২: মতিয়া চৌধুরী,

শেরপুর-৩: এ কে এম ফজলুল হক চান।

Share this news on: