‘দেশের জনগণ যেকোনো পরিস্থিতিতে ভোট দিতে প্রস্তুত’

বাংলাদেশের জনগণ যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে ভোট দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে নোয়াখালীতে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ নেয়ার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি শতভাগ আশাবাদী। এবার বাংলাদেশের জনগণ কোনো ষড়যন্ত্রের কাছে নতি শিকার করবে না। বাংলাদেশের জনগণ যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে ভোট দিতে প্রস্তুত রয়েছে। বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বেশির ভাগ আসনে বিজয়ী হবে।

অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে এবং দেশে মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছেন। এই বৈঠকের অর্থ হচ্ছে নির্বাচন বানচাল করা। তারা সেই ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামির নেতৃত্বে যে দল চলছে, তাদের পক্ষে বাংলাদেশের জনগণ আজ নেই। জনগণ সাড়া দিচ্ছে না বলেই তারা ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও বলেন, তারা আজকে যা করছেন, তারা যদি মনে করেন, ২০০১ সাল আবারও ফিরে আসবে, ২০১৪ সালের আবারও তারা পুনরাবৃত্তি ঘটাবেন, তাহলে তারা বোকার স্বর্গে আছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী, সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ খান প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: