রোয়াংছ‌ড়িতে আ.লীগের আধাবেলা হরতাল

বান্দরবানে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে রোয়াংছড়ি উপজেলায় চলছে আধাবেলা হরতাল। স্থানীয় আওয়ামী লীগের ডাকে মঙ্গলবার সকাল ৬টায় রোয়াংছড়ি উপজেলায় এ হরতাল শুরু হয়; চলবে বেলা ১২টা পর্যন্ত।

হরতালের কারণে সকাল থেকে কোনো বাস বান্দরবান ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে টিকেট কাউন্টারও। সকাল থেকে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও বাজারে দোকানপাট খোলেনি।

রোয়াংছড়ির ওসি শরিফুল ইসলাম বলেন, উপজেলা সদরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা বলেন, জনগণ স্বতঃর্স্ফূভাবে হরতাল পালন করছে। হরতালের পরে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে সোমবার দুপুরে উপজেলা পর্যায়ে একটি প্রস্তুতি সভা শেষে ফেরার পথে গুলিতে নিহত হন মংমংথোয়াই মারমা।

মংমংথোয়াই রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাকে হত্যার জন্য আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম বেবি।

তবে জনসংহতি সমিতির উপজেলা সভাপতি অংশৈমং মারমা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় জনসংহতি সমিতি জড়িত নয়।

 

টাইমস/জিএস

Share this news on: