‘মশার বিস্তার ঘটিয়ে মানুষ হত্যা করছে মিডনাইট সরকার’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম-খুন-ধর্ষণ-ক্রসফায়ার-গ্রেপ্তার-নিপীড়নের সঙ্গে সঙ্গে এডিস মশার বিস্তার ঘটিয়ে মানুষ হত্যা করছে মিডনাইট সরকার। ঘরে ঘরে মশার আতঙ্ক সৃষ্টি করে রেখেছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

দেশে ডেঙ্গুর মহামারি চললেও অন্ধকারে নির্বাচিত এই সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে ডাকাতদের ভূমিকা পালন করছে সরকার। জনগণ বাঁচল না মরল, তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। দেশে ডেঙ্গুর মহামারি, অন্যদিকে ভয়াবহ বন্যায় পানিতে ভাসছে মানুষ। ত্রাণ নেই, সাহায্য নেই, পানিবাহিত রোগের চিকিৎসা নেই, হাহাকার ও দীর্ঘশ্বাস চলছে দেশজুড়ে।’

‘যাদের সামান্য মশা মারার মুরোদ নেই, তাদের আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না জনগণ। ব্যর্থ সরকারকে বলব, এখনই ক্ষমতা ছেড়ে দিন। জোর করে ক্ষমতা দখলে রেখে জনগণকে আর শাস্তি দেবেন না’- বলেন রুহুল কবির রিজভী।

দেশে গণপিটুনির নামে মানুষ হত্যার উৎসব শুরু হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘একের পর এক গলাকাটা লাশের দৃশ্য আমরা সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি। মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে— কখন কাকে পিটিয়ে হত্যা করা হয়। কথিত ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে গত কয়েক দিনে আটজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। চরম নৈরাজ্য চলছে দেশজুড়ে। মানুষের প্রশ্ন— এগুলো কিসের আলামত? সরকার দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ।’

সোমবার নেত্রকোনায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘গণপিটুনি, ধর্ষণ, বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়। এক স্থানে এসব হলে ১০ স্থানে হয়। এসব বিএনপি-জামায়াতের নিখুঁত কাজের উদাহরণ।’

এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘আইনমন্ত্রী ব্যর্থতা ঢাকতে গণপিটুনির দায় চাপাচ্ছেন বিরোধী দলের ওপর। আইনমন্ত্রী এই উড়ো-অবান্তর ও উদ্ভট কথা বলছেন ভিন্ন কারণে, বোধ হয় তার মন্ত্রিত্বের পদটি টলমল করছে, তাই প্রধানমন্ত্রীকে খুশি করে মন্ত্রিত্বের টালমাটাল পদটি ধরে রাখতেই বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন, পীড়াদায়ক আবোল-তাবোল বকছেন।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ