মাদারীপুরে চলছে ছাত্রলীগের একাংশের হরতাল

মাদারীপুরে ছাত্রলীগের একাংশের ডাকে রোববার আধাবেলা হরতাল চলছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবিরকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে এ হরতালে ডাক দেয়া হয়।

হরতালে দূরপাল্লার কোনো পরিবহন মাদারীপুর থেকে ছেড়ে যায়নি। তবে অটোরিকশা, ইজিবাইক, নছিমনসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। অন্যদিকে আইন-শৃঙ্খলার রক্ষায় পুলিশ সদস্যরা মাঠে রয়েছে।

জানা গেছে, সম্প্রতি দলীয় আদর্শ ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ এনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবিরকে ছাত্রলীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এই ঘোষণার পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত তানভীরের সমর্থকরা হরতাল ডাকে। এর আগে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা শনিবার বিকেলে মিছিল করে।

 

টাইমস/জিএস

Share this news on: