ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি মেয়র ব্যর্থ: নাসিম

ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি কর্পোরেশনের মেয়র ব্যর্থ হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে এখন তাদের পদত্যাগ দাবি করলে তো কোনো সমাধান হবে না। এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে।

ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজও এ সময় উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, ‘আমাদের চিকিৎসকরা যেভাবে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন, এ ধরনের রোগ থেকে মুক্তি পাব। আমরা বাংলাদেশকে অন্য রোগের মতো ডেঙ্গুমুক্ত করতে পারব, যদিও এটা সময়সাপেক্ষ ব্যাপার। দুর্যোগ মোকাবিলা করাই এখন আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত স্বস্তির মধ্যে আছি যে, অত্যন্ত আন্তরিকভাবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিচ্ছে।’

সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তদারকি করছেন, স্বাস্থ্যমন্ত্রী তদারকি করছেন, সঙ্গে আমরাও আছি। যেকোনো প্রয়োজনে আপনারা জানান, সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব।’

 

টাইমস/এসআই

Share this news on: