দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাকিব

বর্তমানে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে গিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে যান এবং আধঘণ্টার মতো অবস্থান করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য প্রণব কুমার জানান, দুদকের শুভেচ্ছাদূত হিসেবে সময় পেলেই আসেন সাকিব। বিশেষ কোনো বিষয়ে আসেননি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।

এ সময় সাকিব দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং প্রতিরোধ ও অণুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাকিব নিষিদ্ধ হওয়ার পর দুদক চেয়ারম্যান বলেছিলেন, সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। কিন্তু একই সঙ্গে সে ভুল স্বীকার করেছে, তার মধ্য দিয়ে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছে।

দুদক যখন চেয়েছে তখনই সাকিব বিনা পয়সায় আমাদের সঙ্গে কাজ করেছে। সে তরুণদের আইডল। আগের মতোই সাকিবকে পাশে পাব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জুয়াড়ির প্রস্তাব পেয়েও বিষয়টি গোপন করায় ৩১ অক্টোবর সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। পরে নিজের ভুল স্বীকার করায় বিশ্বসেরা এই অলরাউন্ডারের সাজা এক বছর কমিয়ে দেয় আইসিসি। ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে আবার খেলতে পারবেন সাকিব।



টাইমস/এএইচ/এসআই

Share this news on: