পাকিস্তান টেস্ট দলের ক্যাম্পে ১৯ ক্রিকেটার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পৃথক দুই সফর মিলিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ নিয়ে দুই দলই প্রস্তুতি নিতে শুরু করেছে। টেস্ট ম্যাচের জন্য ১৯ জনকে অনুশীলন ক্যাম্পে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সোমবার থেকে পাকিস্তানের অনুশীলন শুরু হয়েছে।

জানা গেছে, ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর এপ্রিলে হবে বাংলাদেশ দলের দ্বিতীয় পাকিস্তান সফর। আর ওই সফরে দ্বিতীয় টেস্ট খেলবে টাইগার বাহিনী।

এছাড়া ২৪ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। ওই সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

পাকিস্তানের টেস্ট ক্যাম্পে ডাক পেলেন যারা: আজহার আলী, আবিদ আলী, আসাদ শফিক, বাবর আযম, বেলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান, কাসিফ বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদী, শান মাহমুদ, ইয়াসির শাহ, উসমান শেনওয়ারি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: