রাজশাহী বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে খুলনা টাইটানস। এটি খুলনা টাইটানসের তৃতীয় এবং রাজশাহীর দ্বিতীয় ম্যাচ হলেও এখনও জয়ের দেখা পায়নি কেউই।

রংপুর রাইডার্সের সঙ্গে লড়াই করে হারলেও ঢাকা ডায়নামাইটসের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে খুলনা। অন্যদিকে রাজশাহী খেলেছে একটি ম্যাচ। ঢাকার কাছে হার দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছে তারা।

দুই দলেই এসেছে দুটি করে বদল। খুলনার একাদশে জায়গা পেয়েছেন ডেভিড মালান ও শুভাশীষ রায়। নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন, ইনজুরিতে নেই আলী খান। রাজশাহী তাদের একাদশে রাখেনি ক্রিস্টিয়ান জনকার ও আলাউদ্দিন বাবুকে। তাদের জায়গায় এসেছেন ইসুরু উদানা ও কামরুল ইসলাম রাব্বি।

দুই ম্যাচ শেষে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে খুলনা। আর এক ম্যাচ খেলে সবার শেষে রাজশাহী।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ (অধিনায়ক), পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, ডেভিড মালান, শুভাশীষ রায়, আরিফুল হক, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, জহির খান।

রাজশাহী কিংস: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, মুমিনুল হক, সৌম্য সরকার, লরি ইভান্স, জাকির হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইসুরু উদানা, কায়েস আহমেদ, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান।

বিপিএল সংক্রান্ত আরও সংবাদ জানতে পড়ুন...

ঝড় তুলেও ৫ রানে হারলো চিটাগাং

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ