এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। অভিজ্ঞ এই ক্রিকেটারের বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার বাঁহাতি এই স্পিনার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। ফলাফল পজিটিভ এসেছে। তার সঙ্গে তার বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে মোশাররফের স্ত্রী ও সন্তানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

মোশাররফ হোসেন বলেন, আমার বাবা করোনা পজিটিভ, কয়েকদিন ধরে সিএমইচের আইসিইউতে ভর্তি আছেন। বাবার সংস্পর্শে যাওয়ায় আমিও আক্রান্ত হয়েছি। হঠাৎ করে উপসর্গ দেখা দেয়, কোনো স্বাদ-গন্ধ পাচ্ছিলাম না। গতকাল পরীক্ষা করাই। রিপোর্ট পেয়েছি, করোনা পজিটিভ এসেছে। আমি এখন পর্যস্ত সুস্থ আছি। আপাতত বাসাতেই আইসোলেশনে আছি।

এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন ৩৮ বছর বয়সী মোশাররফ হোসেন রুবেল। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কয়েক ধাপে চিকিৎসা নিয়ে সুস্থ হন দেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই স্পিনার।

 

টাইমস/এইচইউ

Share this news on: