উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পেলেন নতুন তিন মুখ

করোনার ভয়াবহতা ছাপিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশের মাটিতে শুরু হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। আর তাই আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৬ জানুয়ারি) বিসিবি ওয়ানডে দলের সদস্যদের নাম ঘোষণা করে।

এর আগে ওয়ানডে দলের জন্য ২৪ জনের প্রাথমিক দল গঠন করে বাংলাদেশ। সেই ২৪ জনের মধ্য থেকে বাছাই করে শনিবার ১৮ জনের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

নতুন এই ওয়ানডে স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি প্রাধান্য পেয়েছেন তরুণরা। সামনের বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে সাজানো হয়েছে একটি ব্যালান্সড ওয়ানডে দল। আর তাই ওয়ানডে দলে তরুণদের মধ্যে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উদিয়মান তারকা মেহেদী হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়ানডে দলে জায়গা পেলেন যারা-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাহাদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।

 

টাইমস/এসএন

Share this news on: