‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থন জানাল টাইগার বাহিনী

করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন পর দেশের মাটিতে গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়েছে করোনাকালীন ক্রিকেট যুদ্ধ। নানা প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবার হুঙ্কার ছাড়তে শুরু করেছে টাইগাররা।

আর তাই দীর্ঘদিন পর মাঠে ফেরার শুরুটা স্মরণীয় করে রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুজিববর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজের উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এরপর সারাবিশ্ব থেকে বর্ণবাদ উপড়ে ফেলতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থন জানান টাইগার বাহিনী। আর তাই হাঁটু গেড়ে নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটাররা।

 

টাইমস/এসএন

Share this news on: